মডার্ণ ধারকুমার
- বাপন মান্না

তোমরা আমায় ভাবছো টা কি সামর্থ্য নেই আমার?
সবকিছু যে হবে আমার, আছে যেমন সবার।
টাকা যদি নাইবা থাকে করবো আমি ধার,
শো-অফ আমার করতে হবে যে কোন প্রকার।
বাড়িখানা হবে আমার রাজপ্রাসাদের মত,
তাতে যত টাকা লাগুক ঢালবো আমি তত।
ফ্রিজ কিনব দামি দেখে সবার চেয়ে ভালো
বলবে সবাই 'খুব সুন্দর এক্কেবারে জমকালো'।
তাতে যদি লোন নিতে হয় নেব আমি আরও,
আমার থেকে এগিয়ে যেতে দেব না তো কারো।
এ.সি. এবং গাড়ি কিনে তাক লাগিয়ে দেবো,
সবার মাঝে আমি সেথায় মধ্যমণি হব।
নামি দামি স্কুলেতে পড়বে আমার ছেলে,
সে টাকাও জোগাড় করব ধারে সুযোগ পেলে।
দেশ-বিদেশে ঘুরবো আমি লোনের টাকা নিয়ে,
লোনের টাকায় দেবো আমি আমার বাবার বিয়ে।
লোনের টাকায় দিন কাটাবো, থাকবো ঠাটে বাটে,
আমার চলাফেরা দেখে লোকের যেন ফাটে।
ধারে আমি রক্ত কিনব, কিনব শ্বাস বায়ু;
চরিত্রকে পাল্টে নেব, বাড়বে আমার আয়ু।
লোনেই ধর্ম, লোনেই কর্ম, লোন জগতের গুরু;
মরার পরে লোনেই জীবন, করব আবার শুরু।
স্ট্যাটাস বজায় রাখতে হলে করতে হবে ধার,
লোকে আমায় নাম দিয়েছে মডার্ণ ধারকুমার।।


০১-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।